শাহারাস্তিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ কমপ্লেক্স সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবন সমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন।
সকালে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান স্থলে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন। পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী সহ স্কাউটস এর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ। কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয় অনুষ্ঠান স্থলে। কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক মনোমুগ্ধকর শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। শরীর চর্চা ও ডিসপ্লেতে বিচারকের রায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদেরকে ক্রেষ্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।
সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন্নাহার কাজল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহসান জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, আওয়ামী লীগ নেতা মুকবুল আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী,চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো শাহজান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহিদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে স্পেন প্রবাসী মোঃ আনিছুর রহমান বিজয় এবং বীর মুক্তিযোদ্ধা মান্নান বিএসসি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিলি করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন,শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন নাহার কাজল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। সভায় উপজেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংগ্রহনে চেয়ার খেলা ও বল নিক্ষেপ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে অংশগ্রহনকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদিন জাতীর শান্তি, সমৃদ্ধি,অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ,মন্দির,গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া আশ্রায়ন, আদর্শ গ্রাম, হাসপাতাল ও এতিমখানায় অসহায় ও হতদরিদ্র বিপন্ন ব্যক্তিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।