মোঃ জামাল হোসেনঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার বিকেলে সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মুশুর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জাম মিন্টু। সাবেক ছাত্রনেতা মোঃ তাজুল ইসলাম তাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ কবির  হোসেন মিয়াজী। এ সময় বক্তব্য রাখেন মাহমুদুল হাসান আজাদ তোফাজ্জল মুহুরী, নিজাম উদ্দিন সরদার, হারুন ষষ্ঠী, শরিফ পাটোয়ারী,দেলোয়ার হোসেন,উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি স্কিকান্দার মির্জা সুমন,সাবেক ছাত্রনেতা আলমগীর হায়দার,
মোঃ জসিম মজুমদার, মোঃ কামাল ষষ্ঠী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ফজলুল হক ৩ নং আওয়ামী লীগের সভাপতি ইমরান হোসেন,সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল, উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি স্কিকান্দার মির্জা সুমন সাবেক ছাত্রনেতা আলমগীর হায়দার,সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ৯ মাস যুদ্ধের পর এ বিজয় অর্জন করেছেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে যে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে  অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, সকল শহীদদেরপ্রতি শ্রদ্ধা নিবেদন করেন,