নোমান হোসেন আখন্দঃ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চেড়িয়ারা (করের বাড়ী) মজুমদার বাড়ী পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫১ বৎসর পেরিয়ে গেলে ও যুদ্ধকালীন স্মৃতি বিজড়িত এ ক্যাম্পটির জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। ১৮ ডিসেম্বর রবিবার দুপুরে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ সাথে বৈঠক করেন। তিনি জানান, চাঁদপুর জেলা আওয়ামীলীগ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সমন্বয় করে শাহরাস্তি উপজেলার মুক্তিযুদ্ধকালীন উক্ত স্থানের তথ্য সংগ্রহ পূর্বক ডকুমেন্টারী তৈরি ও স্মৃতিস্তম্ব নির্মাণ করা হবে বলে জানান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু,  মুক্তিযোদ্ধা শামসুল হক, সূচীপাড়া উওর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম কালু,জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাএলীগ নেতা আলমগীর হায়দার,আওয়ামিলীগ নেতা  ফজলুল হক,   দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান আজাদ  প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত করের বাড়ীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ রেদোয়ান হোসেন সেন্টু ও বাড়ীর সকল স্তরের লোকজন। এছাড়াও মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত আওয়ামিলীগ নেতাদের স্বরনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।