শাহরাস্তি উপজেলা এ্যাসিল্যান্ড অফিসের সৌন্দর্যবর্ধন রক্ষনাবেক্ষন ও সূচীপাড়া উওর ইউপি ভূমি অফিসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান


মোঃ নোমান হোসেন আখন্দঃ
নব-নির্মিত শাহরাস্তি
উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধন রক্ষনাবেক্ষন, সহকারী
কমিশনার (ভূমি) এর অফিস কক্ষ ডেকোরেশন ও সূচীপাড়া উওর
ইউনিয়ন ভূমি অফিস এর নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। ২০ ডিসেম্বর মঙ্গলবার
দুপুর ১২ টায় নব-নির্মিত সূচীপাড়া উওর ইউনিয়ন ভূমি
অফিস ও দুপুর ২ টায় নব-নির্মিত শাহরাস্তি উপজেলা (ভূমি)
অফিসের সৌন্দর্যবর্ধন রক্ষনাবেক্ষন ও সহকারী কমিশনার (ভূমি)
অফিস কক্ষ ডেকোরেশন কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় আরো
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন
রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন, শাহরাস্তি
প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারন সম্পাদক
মাসুদ রানা । এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ভূমি
অফিসার্স কল্যান সমিতির সভাপতি ও সাহাপুর ভূমি অফিসের
ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মন্নান মিয়া, পৌর ভূমি
সহকারী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, সূচীপাড়া দক্ষিন
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সফিকুর রহমান, টামটা
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সমীর বর্ধন, চিতোষী
পশ্চিম ভূমি উপ-সহকারী কর্মকর্তা জামশেদ আলম, পৌর ভূমি
উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ মনির হোসেন, সাহাপুর ভূমি
অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: শাহাদাত হোসেন,
চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো:
মাছুম বিল্লাহ প্রমুখ। এছাড়া ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল
হাসান সূচীপাড়া উওর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও শাহরাস্তি
বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেন। নব-নির্মিত উপজেলা ভূমি
অফিস চত্বরে একটি কৃষ্্ঞচূড়া গাছ ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ একটি শরীফা গাছের চারা
রোপন করেন।