শাহরাস্তি থানাদীন ধীগদাইর হাজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকান্ড, ৫ টি বসত ঘর পুড়ে ছাই
মোঃ জাহিদঃ শাহরাস্তি থানাদীন ধিগদাইর হাজের বাড়িতে আজ সকাল অনুমানিক ৯ টায় বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে পাঁচটি বসত ঘর আগুনে পুড়ে যায়।
স্থানিয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে চেস্টা করেও ব্যার্থ হন। তাথখনিক স্থানিয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম ধিগদাইর গ্রামে পৌছে। রাস্তার সমস্যার কারনে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়ির ভেতরে পৌছাতে ভিলম্ব হয় বলে জানা যায়।
আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো সবাই ই দরিদ্র শ্রেনীর মানুষ। পরিবার গুলো সর্ব সম্বল হারা হয়ে গিয়েছে।
সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসীর অভিযোগ, শাহরাস্তির চৌদ্দগ্রামের এই মেইন সড়কটির জন্য হাজারো মানুষ দৈনন্দিন ভোগান্তির স্বিকার, তারই উদাহরন আজকের অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের গাড়ি যথা সময়ে ঘটনাস্থলে না পৌছানো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সার্বিক সহো্যগীতা আশা করছেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌছান এবং সকল ধরনের সহো্যোগীতা করবেন বলে আস্বস্থ করেন।