শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব মাঠ ফকির আস্তানা গাউসুল আজম জামে মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং মসজিদ পাকা করন উন্নয়ন মুলক আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার ১১ ঘটিকায় উক্ত প্রতিষ্ঠানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মহি উদ্দিন রিপন পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা, মমতাজুল আরেফীন হেলালি সাহেব, মেশকাত হোসেন বিটু, মাহমুদুল হাসান আজাদ পাটওয়ারী সহ ভুমিদাতা ও মোতোওয়াল্লী ফখরুল ইসলাম। মোঃ মনির হোসেন ,হাফেজ রায়হান উদ্দিন , মোঃ ওয়াশিম এবং মোঃ আক্তার হোসেন, ইলিয়াস হোসেন সহ কমিটির নেতৃ বিন্দ। এসময় আগামী ৯ জানুয়ারি সোমবার বার্ষিক ওয়াজ ও দোওয়ার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী ১ জানুয়ারী আস্তানার বাউন্ডারি পাকাকরণ এর কাজ এবং ৯ জানুয়ারী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।