মোঃ জাহিদঃ 

শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দিবস (বই উৎসব) পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন সুলতানা । এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও অভিভাবকদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান। সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজি। পিটিআই কমিটির সহ-সভাপতি প্রকৌশলী জাকির হোসাইন। ইউপি সদস্য শাহ মিরন, হুমায়ুন কবির স্বপন প্রমুখ।