স্টাফ রিপোর্টারঃ

শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী) আয়নাতলী বাজারে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আজ থেকে ৪৪ বছর আগে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন অবৈধ ভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলছে। মানুষের গনতন্ত্র পুনঃ উদ্ধারের সংগ্ৰামে ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে। কেন্দ্র থেকে ঘোষণা আসা মাত্রই সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, চিতোষী পশ্চিম ইউনিয়ন বি এন পির সভাপতি আনোয়ার হোসনে পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহআলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জাবেদ আনসারী রবিন, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী সোহাগ ও সাধারণ সম্পাদক সরোয়ার মাষ্টার।

চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর নবী দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তপাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাকিব, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর দেওয়ান জুয়েল, শাকিল হোসেন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, নাঈম হোসেন, সদস্য মেহেদি হাসান, তানভীর আহম্মেদ, জুবায়ের, শাওন ও কামাল হোসেন প্রমূখ।