শাহারাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে পাঠ্যপুস্তক দিসব পালিত
মোঃ জাহিদঃ
শাহরাস্তি উপজেলার শোরসাকে অবস্থিত চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজি । চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক দিবস (বই উৎসব) পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ বিএসসি এর সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত।
উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও আওয়ামীলীগ নেতা রেদোয়ান হোসেন সেন্টু। সিনিয়ার শিক্ষক মনির হোসেন , হেলাল আহমেদ, মিজানুর রহমান সহ অভিভাবক এবং ছাত্র ছাত্রী গন উপস্থিত ছিলেন।