শাহরাস্তির সূচিপাড়া শোরসাক ফকির আস্তানার গাউছুল আজম জামে মসজিদের ওয়াজ মাহফিল ৯ জানুয়ারি
শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্বমাঠ ফকির আস্তানা গাউছুল আজম জামে মসজিদের ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী ৯ জানুয়ারি (সোমবার)। বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু।
উল্লেখ্য, ঐদিন দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন কর্তৃক পরিচালিত গাউছুল আজম জামে মসজিদ পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অনুষ্ঠানের প্রধান মেহমান কামরুজ্জামান মিন্টু।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন মুফ্তি ফজলুল কাদের বাগদাদী।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, মোফাচ্ছেরে কোরআন মুফ্তি মমতাজুল আরেফীন হেলালী।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ মহি উদ্দিন পাটওয়ারী (রিপন) সভাপতিত্ব করবেন।
মাহমুদুল হাসান আজাদ পাটওয়ারী ও সাংবাদিক জসিম উদ্দিন সকল ধর্মপ্রাণ মুসলমানগনকে মাহফিলে উপস্থিত থেকে সফল করার অনুরোধ জানিয়েছেন।