মোঃ জাহিদঃ

চাঁদপুর – কুমিল্লা
আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি- কচুয়া উপজেলার সীমান্তবর্তী
রসুলপুর নামক স্থানে বোগদাদ বাসের চাপায় পিষ্ট হয়ে
মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ ই জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটায়
মহাসড়কের রসুলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুমিল্লা
গামী বোগদাদ বাসটি বিপরীত দিক থেকে আসা
মোটরসাইকেলটি স্থানীয় কাকৈরতলা বাজার অভিমুখে আসার
সময় মুখোমুখি সংর্ঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও
হাসপাতালে নেয়ার পথে আরোহী নিহত হয়। নিহতরা হলেন
শাহরাস্তি উপজেলার পৌরসভাধীন দক্ষিন নোয়াগাওঁ জাহাজী বাড়ীর
আবদুর রাজ্জাকের ছেলে (চালক) জাহিদ হোসেন (২৫) ও লাকসাম
উপজেলার দাসদিয়া গ্রামের সাহাব উদ্দিনের পুএ জাবেদ হোসেন
(১৫)। নিহত জহিরুল ইসলাম বরুড়া উপজেলাস্থ আবাবিল মাদ্রাসার
শিক্ষক ও জাবেদ হোসেন ঐ মাদ্রাসার ছাএ বলে স্থানীয়রা বিষয়টি
নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন
করেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে
কচুয়াঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ক্যাপশন: শাহরাস্তি -কচুয়ার সীমান্তবর্তী রসুলপুরে
বোগদাদ বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত জহিরুল ইসলাম(২৫) ও
জাবেদ হোসেন (১৫)।