কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আসছেন
বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন এর কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান আজ ১৩ জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মুক্তি যুদ্ধের কিংবদন্তি, ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, ৯০-৯১ তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৯ এ ভুষিত, শাহরাস্তি হাজিগন্জ এর উন্নয়নের রুপকার, মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়।
কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাবস্হাপনা কমিটির সভাপতি এবং শতবর্ষ পুর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, মোঃ মুস্তাফিজুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ এ বি এম খুরশিদ আলম। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর মোঃ জামাল নাসের। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের৷অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ হুমায়ন রশিদ। শাহরাস্তি পৌর মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, হাজী আব্দুল লতিফ সহ সকল নেতৃ বিন্দ উপস্থিত থাকবেন।
শতবর্ষ পুর্তি উজ্জাপন উপলক্ষে ব্যাপক কর্মসুচী সম্পন্ন করেছেন কতৃপক্ষ।
সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য বিনিত ভাবে অনুরোধ করেছেন বাস্তবায়ন কমিটির আহবায়ক সদস্য গন।