ডেস্ক নিউজঃ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব মাঠ ফকির আস্তানাস্থ গাউসুল আজম জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের লিল্লা কবরস্থানে প্রথম সমাহিত হলেন, একই গ্রামের কানাই বাড়ি নিবাসী দেলোয়ার হোসেনের ছেলে কিশোর সাগর বাদশা (১৩)। আজ দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার সাগর বাদশা মৃত্যু বরণ করেন। সে গত কয়েকদিন যাবত ডেঙ্গু জ্বরে ভুগছিল। সাগর বাদশা শোরসাক উত্তর পাড়া কানাইর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। হাফেজ রায়হান উদ্দিন এর ঈমামতিতে সাগরের দাফন সম্পন্ন হয়। গাউসুল আজম জামে মসজিদের সভাপতি মোঃ মহি উদ্দিন রিপন পাটোয়ারী সাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়পছেন। সাগরের দাফনে উপস্থিত ছিলেন, ভূমি দাতা ও মোতাওয়াল্লি ফখরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি এবং গাউসুল আজম জামে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক জসিম উদ্দিন, কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাফেজ ফারুক হোসেন, পরিচালক মনির হোসেন, হানিফ মিজি, হাফেজ ফিরান শাহ প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, মোঃ ফখরুল ইসলাম নিজস্ব ভুমি থেকে আট শতক ও মহি উদ্দিন রিপন পাটোয়ারী এক শতক জায়গা উক্ত প্রতিষ্ঠানকে দান হিসাবে ওয়াকফ করে দেন। দান করা ঐ জায়গার তিন শতক লিল্লা কবরস্থানে বরাদ্দ দেওয়া হয়েছে। এই কবরস্থানে যেকোনো মৃত্যব্যক্তিকে দাফন করা যাবে। এজন্য কোন ব্যয় করতে হবেনা।