চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি – ১,চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী নুরুননবী চৈৗধুরী রবিন


নোমান হোসেন আখন্দ:
চাঁদপুর পল্লীবিদ্যুৎ
সমিতি-১, এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট
ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ নুরুননবী
চৌধুরী রবিন। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সমিতি -১ এর
হাজীগঞ্জ কার্যালয়ের বোর্ড সভাকর্ক্ষে সমিতির
পরিচালক উপ-পরিচালক আনোয়ার হোসেন আখন্দ এর
সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনের বোর্ড সভায় আলহাজ¦
মো: নুরুননবী চেীধুরী রবিনকে চেয়ারম্যান হিসেবে
নির্বার্চিত করা হয়। সভায় সহ-সভাপতি মো: খোরশেদ
আলম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম , ও কোষাদক্ষ মো:
ওমর ফারুক নির্বাচিত হন। নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল
দিয়ে শুভেচ্ছা জানান সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম
খোকা সহ বোর্ডের পরিচালক বৃন্দ। এদিকে প্রথম
অধিবেশনে সমিতির ১, এর সহ-সভাপতি নাসরিন
সুলতানার সভাপতিত্বে সভায় বার্ষিক কার্যক্রমের উপর
লিখিত প্রতিবেদন পেশ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ
সমিতি ১, এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান
চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এজিএম প্রকাশ কুমার
সাহা, পরিচালক মাসুদুল গনি। বার্ষিক সাধারন সভায়
নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকৃত গ্রাহক ও লাকী
কুপুনে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপড়েজভি
বিদ্যুৎগ্রাহকগন, পরিচালকবৃন্দ, ও সমিতির উর্দ্ধতন
কর্মকর্তাবৃন্দ।