শাহরাস্তিতে সরিষা ও ভুট্রা চাষে সাড়া জাগিয়েছেন আনসার কোম্পানী কমান্ডার আ: ছাওার মজুমদার। বাম্পার ফলনের সম্ভাবনা
ডেস্ক নিউজঃ সামাজিক ও মানব
কল্যানমুখী কর্মকান্ডের পাশা-পাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী
হওয়ার, সে স¦প্নকে বুকে লালন করে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ঘোষিত এক টুকরো জমিও, থাকবেনা খালি, এ
ঘোষনাকে বুকে ধারন করে উপজেলা আনসার কোম্পানী কমান্ডার
আ: ছাওার মজুমদার আনসার ভিডিপির বিভাগীয় প্রশিক্ষনের
মাধ্যমে শুরু করেন সরিষা ও ভুট্রা চাষ । নিজের কোন জমি না
থাকলে ও টামটা দক্ষিন ইউনিয়নের টামটা সরকারী প্রাথমিক
বিদ্যালয় সংলগ্ন এলাকায় ( টামটা কৃষি মাঠে) ৫৪ শতক জমি
বর্গা নিয়ে শুরু করেন উন্নত জাতের সরিষা ও ৮৪ শতক জমি
বর্গা নিয়ে চাষ করছেন ভুট্রা । সম্ভাবনাময় সরিষা ও ভুট্রা
চাষে দেখছেন আশার আলো, ফলন এসেছে আশা জাগানিয়া
বাম্পার ফলন। সরিষার হলুদের সমারোহ আর ভুট্রার সারিবদ্ধ বাম্পার
ফলনে আ: ছাওার মজুমদার যেন হারিয়ে যান। দিনের আলো ফুরিয়ে
যায়, সম্ভাবনাময় সরিষা ও ভুট্রা ক্ষেত পরিচর্যায়। আনসার
ভিডিপির সেবামূলক কর্মকান্ড সেরে তিনি প্রতিনিয়তই
নেমে পড়েন, সরিষা ও ভুট্রা ক্ষেত পরিচর্যায়। হলুদের সমারোহ আর
মাথা উকিঁ দিয়ে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা দর্শনীয় ভুট্রা
প্রদর্শনীর বাগান দেখার জন্য প্রতিদিনই এলাকার শত শত লোক
ভিড় করছেন ক্ষেতের চারপাশে।এ বিষয়ে আনসার কোম্পানী কমান্ডার
আ: ছাওার মজুমদার জানান, আনসার ভিডিপির বিভাগীয়
প্রশিক্ষনের মাধ্যমে সরিষা ও ভুট্রা চাষে উদ্বুদ্ধ হই। আনসার
ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ২ লক্ষ টাকা নিয়ে , আমার কোন
জমি নেই, সরিষার জন্য ৫৪ শতক ও ভুট্রার জন্য ৮৪ শতক জমি বর্গা
নিয়ে নিজে খাটুনি খেটে সরিষা ও ভুট্রা চাষ করি। এ কাজে
আমার সাথে কাজ করেছেন ও সহযোগিতা করেছেন সূচীপাড়া
উওর ইউনিয়ন আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা মো: মনোয়ার
হোসেন । তিনি আরো বলেন, সরিষা ও ভুট্রা ক্ষেতের দিকে
তাকালে যেন মন ভরে যায়। সরিষা ও ভুট্রা চাষের আগে যে স্বপ্ন
নিয়ে চাষ করেছিলাম বাস্তবে তার চেয়ে বেশী, বাম্পার ফলন আশা
করছি, ইনশাআল্লাহ । বর্তমানে সয়াবিন তেলের যে উদ্বুগতি,
সেজন্য নিজের চাষকৃত স্বাস্থ্যসন্মত সরিষার তেল ব্যবহার ও খাদ্য
উৎপাদন বাড়াতে ভুট্রা চাষ করার জন্য সবাইর প্রতি আহবান
জানান। সে সাথে প্রধানমন্ত্রীর ঘোষনাকে কাজে লাগিয়ে,
প্রতিটি জমি ,পরিত্যাক্ত জমি, আনসার ভিডিপির সদস্যদের
সামাজিক কর্মকান্ডের পাশা-পাশি,
ধান,গম,ভুট্রা,সরিষা,আলু,পেয়াজ, রসুন, সহ উৎপাদনমুখী কৃষি
কাজে অংশগ্রহনের জন্য সারাদেশের আনসার ভিডিপির সদস্যদের
প্রতি আহবান জানান তিনি।
এ দিকে আনসার কোম্পানী কমান্ডার আ: ছাওার মজুমদারের সরিষা
ও ভুট্রা ক্ষেত দেখতে টামটা গ্রামে ছুটে যান শাহরাস্তি মডেল
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ হোসেন, উপজেলা
কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব, উপজেলা আনসার
ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, টামটা দক্ষিন ইউনিয়ন
চেয়ারম্যান মো: জহিরুল আলম ভুইয়াঁ মানিক সহ বিভিন্ন
প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার
গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।