স্টাফ রিপোটার: শাহরাস্তির চিতোষী পূর্ব
ইউনিয়নের চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয়ে এস এস
সির ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
একইভাবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের কাছ
থেকে সেশন ও ভর্তি ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের
অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাএছাএী ও অভিবাভকগন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষাথী ও অভিবাভক
ক্ষোভ প্রকাশ করে জানান, এস এস সির ফরম পূরনে সরকার,
বিজ্ঞান বিভাগ, বোর্ড ফি ও কেন্দ্র ফি সহ ২১ শত ৪০
টাকা, মানবিক বিভাগ, বোর্ড ফি ও কেন্দ্র ফি সহ ২
হাজার ২০ টাকা, ও ব্যবসা শিক্ষা বিভাগে বোর্ড ফি ও
কেন্দ্র ফি সহ ২ হাজার ২০ টাকা নির্ধারন করেছেন। অথচ
এ প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনাকে অবজ্ঞা করে বিজ্ঞান
বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার
টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩
হাজার থেকে, ৩ হাজার ৫ শত টাকা, ও ব্যবসা শিক্ষা
বিভাগে ৩ হাজার থেকে ৩ হাজার ৫ শত টাকা আদায়
করছেন। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি বাবদ ১
হাজার থেকে , ১ হাজার ৫ শত টাকা, ও বিদ্যালয়ের বকেয়া
বাবদ ২ হাজার থেকে ২ হাজার ৫ শত টাকা আদায় করেছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাভকরা আরো জানান, বিদ্যালয়ের
৬ ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর
কাছ থেকে ভর্তি ও সেশন ফির নামে প্রতি শিক্ষার্থীর
কাছ থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায়
করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান
জানান, এ সব বিষয়ে আমার কোন বক্তব্য নেই। বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটি রেজুলেশন করে যে ফি নির্ধারন
করেছেন, তার বেশী বা কম নেওয়ার এখতিয়ার আমার নেই।
অতিরিক্ত যে ফির কথা বলছেন, এগুলো পাও খবর, এর বেশী
কিছু আমি বলতে পারবো না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল
আমিন জানান, অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে যেহেতু
অভিযোগ শুনেছি, তদন্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বোর্ড নিদের্শনা বা
সরকার নির্ধারিত টাকার বেশী শিক্ষার্থীদের কাছ থেকে
আদায় করলে তা ফেরৎ নেয়ার ব্যবস্থা করা হবে।