শাহরাস্তির কাকৈরতলায় দূস্কৃতকারী কতৃক ফলজ বনজ গাছ কর্তন ও পুকুরের মাছ নিধনের অভিযোগ

আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ৭:৫৯
65 ভিউ


স্টাফ রিপোর্টার : শাহরাস্তির মেহার উওর ইউনিয়নের
কাকৈরতলা গ্রামে এক প্রভাবশালী দুস্কৃতকারী কতৃক ফলজ
বনজ গাছ কর্তন ও পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ
বিষয়ে শাহরাস্তি মডেল থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে
অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ
সূএে প্রকাশ, কাকৈরতলা লুধীর পাড়ের বাড়ীতে গত ৮ ই
ফেব্রæয়ারী রাতে এ ঘটনা ঘটে। ঐ বাড়ীর তোফাজ্জল হোসেনের
পুএ শাহাজাহান মিয়া (৪৮) ও আবদুর রশিদের পুএ এমরান হোসেন
(৪২), আনোয়ার হোসেন, ও মৃত: রহমত আলীর পুএ আবদুর রশীদ, ও
নূরজাহান বেগম পতি, আবদুর রশীদ গংদের পারিবারিক বিরোধ
চলে আসছিল। বিরোধের রেশ ধরে স্থানীয় দুস্কৃতকারীরা ঐ বাড়ীর
তোফাজ্জল হোসেনের পুএ শাহাজাহান মিয়ার রোপনকৃত
আম,জাম,কাঠাল নারিকেল,কলা,কড়ই,মেহগনি,গাছ রাতের আধারে
কেটে সাবাড় করে ফেলেন। এছাড়া তার ৩০ শতক পরিমান পকুরের
বিভিন্ন প্রজাতির রুই,কাতল , মূগেল, তেলাপিয়া, বিগ্রেড ও
দেশীয় প্রজাতির মাছ রাসায়নিক পদার্থ পুকুরে ঢেলে নিধন করার
অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, মো: শাহাজান মিয়া ও
এমরান হোসেন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পওিগত ও
পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশ
কয়েকবার শার্লিস বৈঠক সমাধানে ব্যর্থ হয়েছে। রাতের আধারে
কে,বা কাহারা তোফাজ্জল হোসেনের পুএ শাহাজাহান মিয়ার ফলজ
বনজ গাছ কেটে ফেলেছে, পুকুরের মাছ মেরে ফেলেছে। এতে
ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলে স্থানীয়রা জানায়। এ বিষয়ে
ক্ষতিগ্রস্থ মো: শাহজাহান মিয়া জানান, অভিযুক্ত এমরান
হোসেন গংদের সাথে সম্পওিগত ও পারিবারক বিরোধ চলে
আসছিল। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, ও
সর্বশেষ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করি। প্রতিপক্ষের
লোকজন আইনের প্রতি কোন তোয়াক্কা না করে গায়ের জোইে৷সম্পওি দখল নেয়ার চেষ্টা করছে প্রতিনিয়তই। তারা প্রতিনিয়তই
অশ্রাব্য ভাষায় গালমন্দ, প্রাননাশের হুমকী, ধমকী ভয় ভীতি প্রদর্শন
অব্যাহত রেখেছে। সৃষ্ট সমস্যা নিরসন, ফলজ, বনজ, গাছ নিধন ও
পুকুরে বিষ ঢেলে মাছ নিধন সম্পওি বিরোধ নিরসনে সংশ্লিষ্ট
প্রশাসনের আইনী সহায়তা কামনা করছি। এ বিষয়ে অভিযুক্ত
এমরান হোসেন গংদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও
তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদ

ভোরের কাগজ খোলা ও ন্যায্য পাওনা আদায়ের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
জানুয়ারি ৩০, ২০২৫, ১১:৪৩
৯ নং গোবিন্দপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন তৈরিতে সিসিডিএ কর্তৃক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
অক্টোবর ২২, ২০২৪, ৪:২৪