নিজস্ব প্রতিবেদক: শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক দক্ষিণ বাগের কোনায় উম্মে ছালমা ত’লীমুল কোরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসা সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন, উম্মে ছালমা তা’লীমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আলআমিন মিজান

বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, মাদ্রাসার পরিচালক, আব্দুল মমিন,

সভায় সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সচিব আলহাজ্ব আব্দুল মন্নান।

ভবানিপুর জামে মসজিদের খতিব তার বক্তব্যে বলেন, এই মাদ্রসা পরিচালনা করা খুবই কঠিন কাজ। তারপরও পরিচালনা কমিটি শত কষ্টে এই মাদ্রাসাকে চালিয়ে নিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন। সাবেক প্রধান শিক্ষক, এহসান উল্ল্যা। আবুল হাসেম। প্রধান শিক্ষক নুরুল আফসার। সহকারী শিক্ষক, ফরিদ আহম্মাদ। মোঃ মাহবুব আলম রাব্বী। হাফেজ আরমান। ইউনুস তালুকদার। মোঃ সেলিম। মোঃ মাসুদ মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে ভাল ফলাফল করা ছাত্র/ছাত্রীদের মাঝে এবং প্রতিযোগিতায় অংশগ্রহন করা ছাত্র ছাত্রী দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।