চাঁদপুরের ঘোষের হাটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
অনলাইন ডেস্কঃ চাঁদপুরের ঘোষেরহাটে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন- হাবিব বেপারী (২৪), নেছার হাওলাদার (৪০) ও মাহাবুব প্রধানিয়া (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা চালক এমরান থেমে থাকা মাঝারি আকারের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় বিপরীত পাশের বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ আরও দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে।