মোঃ জসিম উদ্দিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ইব্রাহিমপুর (কৃষ্ণপুর) উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন আল ইফ্তাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে ২৬ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২২ ফেব্রুয়ারী (বুধবার) বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, উক্ত মসজিদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান পাটওয়ারী । উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্বেরাতের সনদপ্রপ্ত, বিভিন্ন টেলিভিশনের আলোচক ক্বারী আবদুল কাইয়ূম মিয়াজী। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি, ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোজাম্মেল হক সাঈদ। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করেন, ইসলামী চিন্তাবিদ মুফতি হাবিবুল্লাহ মিজবাহ্। সাবেক ইমাম ও খতিব উজালা ম্যাচ ফ্যাক্টরী শ্যামপুর ঢাকার বিশিষ্ট ইসলামিী চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হাফেজ মুজাহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়াম্যান হাবিবুর রহমান পাটওয়ারী। মাস্টার ফরিদুর রহমান, হাফেজ সালেহ আহমদ, ইউপি সদস্য হুমায়ুন কবির মোল্লা, তাজুল ইসলাম পাটোয়ারী, মাহবুবুর রহমান, আবু ইউসুফ ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, ফরিদুর রহমান মজুমদার, মাওলানা মোঃ কামাল হোসেন, জাহাঙ্গীর আলম সোহাগ, কুরবান আলী পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন।