“সেকাল একাল”!

হানিফ বেপারী।

ডিজিটাল যুগে তোমরা এখন
আছ অনেক সুখে,
আমাদের সময় ছিল অভাব
না পাওয়ার-ই দুঃখে।
দোয়াত কলম ছিল তখন
লিখতাম বার মাস,
তোমরা এখন ওয়ান টাইমে
কাজ শেষে পরবাস।
আড়াই টাকা ছিল দিস্তা চোষ
তা-ও কিনতে পকেট ঠুস
তোমরা লিখ দামী খাতা
অভাবের নাই কোন দোষ।
এক ছাপাতে বই-পুস্তক
চলতো কয়েক যুগ,
প্রতি বছর নতুন বইয়ে
তোমরা এখন পাচ্ছ সুখ।
ব্যাগ কাঁধে যাও স্কুলে
গায়ে ইনি ফ্রম।
ব্যাগতো মোদের কল্পনাতীত
পোশাকেও ছিল ভ্রম।
না চাইতেই পাচ্ছ তোমরা
রং-বেরঙের ছাতা,
অভাবের জাতায় দিতাম মাথায়
কলা,কচুর পাতা।
পায়ে হেটে স্কুলে যেতাম
পকেট ছিল খালি,
তোমরা যাচ্ছ আরাম সুখে
ইঞ্জিন চালিত টলি।
সকল কিছুর সমাধান চাও
নেটের ভিতর ঢুকে,
আমরা তখন খুঁজে ফিরেছি
নোট থেকে বই নোটে।
সেকাল আর একালের  তফাত খুঁজে দেখ,
ডিজিটাল যুগের সুখের ছোয়ায়    রঙ্গিন স্বপ্ন আঁকো।
=====================