শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।
মোঃ জসিম উদ্দিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ২৪ ফেব্রুয়ারী (শুক্রবার ) দুপুর ২টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, উক্ত মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর এম, এ, তাহের। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, চাঁদপুর আল- কারীম দারুল উলুম মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলহাজ্ব হযরত মাওলানা নুরুল আমিন জিহাদী। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এবং কলেজের বিদ্যুৎশাহী সদস্য, ইকবাল হোসেন ভুঁইয়া। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোজাম্মেল হক সাঈদ। সার্বিক তত্বাবধানে ছিলেন, কুমিল্লা সোনাকান্দা কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা, নুরুল ইসলাম। মাহফিল সঞ্চালনায় ছিলেন, উক্ত মাদ্রাসার শিক্ষক, মাওলানা হাবিবুর রহমান। মাহফিলে শোরসাক ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার বার্ষিক হিফজুল কোরআন সম্পূর্ণ হাফিজ সাকিবকে ক্রেস্ট এবং পাগড়ি প্রদান করছেন প্রতিষ্ঠানের সভাপতিঃ প্রফেসর, এম. এ. তাহের।