স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও প্রাণিসম্পদ নিয়ে গর্ববোধ করতেন। বাংলাদেশের এই মাটি থেকে সোনালী ফসল উৎপাদনে সহায়তা করে দেশের মানুষকে ক্ষুধা মুক্ত করবে আর প্রাণিসম্পদ আমিষের ঘাটতি পুরণ করতে সহায়তা করবে এমন স্বপ্ন দেখে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩ আয়োজন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ শাহরাস্তিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল ৯ টায় শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যেগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধীদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম টেলিকনফারেন্সের মাধ্যমে ওই বক্তব্যে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩০ টি স্টল স্থান পায়।
দুপুর ১২টায় পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আগত স্টলের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা আবু ইছাহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মোবারক হোসেন, প্রাক্তন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সজল পাল, বর্তমান সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সাবেক সহ-অর্থ ও প্রচার সম্পাদক জামাল হোসেন, কার্যকরী সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন (প্রমুখ)