শাহরাস্তিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। মো. আমজাদ হোসেন, শেখ মজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌসের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত সচিব সূচিপাড়া উবি’র পরিচালনা পর্ষদের সভাপতি খোদেজা আক্তার খানম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন , উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী,শাহরাস্তি পৌর মেয়র আব্দুল লতিফ, সাবেক আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আবুল কালাম, ল জেলা কমিশনার শামছুল আমিন, জেলা সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস,উপজেলা কমিশনার রুহুল কুদ্দুস ভূঁইয়া, উপজেলা সম্পাদক আক্তার হোসেন।উক্ত অনুষ্ঠানে ৩৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।