মোঃ জাহিদঃ ভাটিয়ারী ঐতিহ্যবাহী বি এম এ গেইটের শাহ হোসাইনীয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ক্বিরাত, নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদেরকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রধান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন। তিনি বলেন, আমি ব্যাক্তিগত ভাবে খুবই খুশি হয়েছি প্রয়োজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে এমন একটা সুন্দর আয়োজন করেছেন। প্রয়োজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক আলহাজ্ব জনাব এম. এস মামুনকে আন্তরিকভভাবে ধন্যবাদ জানাই। তিনি (প্রয়োজন ওয়েলফেয়ার ফাউন্ডেশন) এর আগেও আমাদের ভাটিয়ারীতে ভিবিন্ন সামাজিক কাজে আমাদের  সহোযোগিতা করেছিলেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই কোমলমতি শিশুরা উৎসাহিত হবে এবং এরাই একসময় বড় আলেম, বড় মাওলানা হবে, এরাই একসময় প্রতিনিধিত্ব করবেন।

এসময় ভাটিয়ারী ৬ নং ওয়ার্ডের সম্মানিত ইউ পি মেম্বার জনাব ওয়াহিদুল আলম তার বক্তব্যে বলেন, আজকে এই অনুষ্ঠান আমাদের মাঝে একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আমি আশা করব। ইনসা আল্লাহ আগামীতেও আমরা সকলে এভাবেই কোমলমতি হাফেজ, কারিদের মাঝে আবারো হাজির হব ঠিক এই মঞ্চে, ছাত্র-ছাত্রী দের উদ্দেশ্যে বলেন, তোমরা আল্লাহর পছন্দের মানুষ, তোমাদের মাধ্যমেই ইসলামের আলো ছড়িয়ে পড়বে চারদিকে, তাই মনোযোগ সহকারে ইসলামের জ্ঞান অর্জন করো।আজ যারা পুরস্কৃত হয়েছো তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এবার উত্তির্ন হতে পারনি ইনসা আল্লাহ আশা করব তারা আগামীতে খুব ই ভালো ফলাফল করবে এবং এভাবে তোমাদের সকলকে আমরা পুরস্কৃত করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম,  সাংবাদিক মোঃ মামুন, জাগ্রত বিডি নিউজের প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,   আলী নেওয়াজ রাফসান এবং এলাকার ধর্মপ্রান মুসুল্লি গন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। জনাব আল হাজ্ব এম.এস মানুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।