মোঃ জাহিদঃ
নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবন্দকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন দৈনিক আদি বাংলা পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক ও
জাগ্রত বিডি নিউজ 24.কমের প্রকাশক জাহিদুল ইসলাম জাহিদ।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় শাহরাস্তি শহরের ঠাকুর বাজার জাগ্রত বিডি নিউজ24.কমের কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সদস্য সজল পাল, ফয়েজ আহমেদ,মোঃ জামাল হোসেন, জাগ্রত নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আবু মুছা আল শিহাব প্রমুখ।

জাগ্রত বিডি নিউজ 24.কমের প্রকাশক জাহিদুল ইসলাম জাহিদ অনুষ্ঠানে প্রেসক্লাবের নবগঠিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সংবাদপত্রের মাধ্যমে স্থানীয় সমস্যা-সম্ভাবনা ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর অনুরোধ জানান।