শাহরাস্তি ব্যুরোঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ২১ মার্চ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সজল পাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন। গত ২০ মার্চ সকালে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ার উদেশ্যে রওনা হন।
২১ মার্চ শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সন্ধ্যায় শাহরাস্তিতে ফিরে আসেন।‪