কলকাতা পুলিশের মানবিকতায় হারিয়ে যাওয়া টাকা ও পাসপোর্ট ফিরে পেলেন বাংলাদেশের রাসেল হোসেন - Dainikjagrotobarta
আজ সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

কলকাতা পুলিশের মানবিকতায় হারিয়ে যাওয়া টাকা ও পাসপোর্ট ফিরে পেলেন বাংলাদেশের রাসেল হোসেন

 

নাহিদা আক্তার পপি,বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ থেকে চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারতের কলকাতায় গিয়েছিলেন ছিলেন বাংলাদেশের নাগরিক যুবক রাসেল হোসেন। তিনি মার্কেটিং করতে ঢুকে ছিলেন নিউ মার্কেট এ। এবং প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঢুকে ছিলেন ওয়াশরুমে। এবং ওখানে তার ব্যাগে রাখা ছিল প্রায় ৯০,হাজার, টাকা ও পাসপোর্ট ও দামি ঘড়ি সহ দরকারী কাগজপত্র। তিনি ভুলে ওয়াশরুম থেকে বে ভুল করে বের হয়ে যান। এরপর তিনি যখন জানতে পারেন যে তার টাকা ভর্তি ব্যাগ ওয়াশরুমে ফেলে রেখে চলে গেছেন। তিনি সাথে সাথে ছুটে আসেন কলকাতা পুলিশের অধীনে নিউ মার্কেট থানাতে। তখন নিউ মার্কেট থানার পুলিশ অফিসার নকুল চন্দ্র রায় তদন্ত করে এবং তার খোয়াই যাওয়া টাকা উদ্ধার করে বাংলাদেশের যুবক রাসেল হোসেন কে ফিরিয়ে দেয়। এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসে নিউ মার্কেট থানার পুলিশ কর্মকর্তারা। এই মানবিক কাজের ফলে বিদেশী ব্যাক্তির টাকা ও মাল উদ্ধার করে নজির স্থাপন করল কলকাতা পুলিশ।।