জসিম উদ্দিনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসমারোহে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।
৭ এপ্রিল (শুক্রবার) শাহরাস্তি নুরে মাদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ এর নেতৃবৃন্দ,চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, পৌর ৯ নং ওয়ার্ড কমিশনার মিজান মোল্লা প্রমুখ। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।