মরহুম মৌলবি শামসুল হক (রহঃ) ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মোঃ জসিম উদ্দিনঃ
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তবেই জীবন ধন্য’ মানবিক এ শ্লোগান নিয়ে অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মরহুম মৌলবি শামসুল হক রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে আলোকিত সমাজ বিনির্মানের লক্ষে প্রতিষ্ঠিত মরহুম মৌলবি শামসুল হক (রহঃ) ফাউন্ডেশনের একঝাঁক তরুণ এ ইফতার সামগ্রী অসহায় মানুষের নিকট পৌঁছে দেন।
৭ এপ্রিল ২০২৩ শুক্রবার প্রায় অর্ধ শতাধিক হতদরিদ্র ও অসচ্ছল পরিবারকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ছোলা ১.৫ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ১কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, চিড়া ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, পেঁয়াজ ২ কেজি, বেশন ৫০০ গ্রাম ইত্যাদি। সংগঠনটি এর আগেও অসহায় পরিবারে আর্থিক সহায়তা সহ ঘর নির্মান, রাস্তাঘাট সংস্কার, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ বস্ত্রসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধী বিভিন্ন উপকরণ বিতরণ, করোনায় মৃত্য ব্যকৃতির লাশ দাফন ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে করেছে।
ইফতার সামগ্রী বিতরণ শেষে সংগঠনের পরিচালক বলেন- একটি সমাজ উন্নয়নে চাই যুবকদের অগ্রণী ভূমিকা। সমাজকে এগিয়ে নিতে এ ধরনের মহতি উদ্যোগ নেওয়া সকলেরই দায়িত্ব। সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে সমাজে কেউ অভুক্ত থাকবে না। তাই সামর্থ্য অনুযায়ী সকলেই অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো উচিৎ।
পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক কাজে সহযোগিতা করার জন্য সমাজের সবাইকেসহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। সবাইকে সংগঠনের কাজে এবং সমাজ উন্নয়নে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণে হাফেজ রায়হান উদ্দিন, হাফেজ ফারুক এবং গাউসুল আজম জামে মসজিদের খতিব, জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করেন।