শাহরাস্তি উপজেলায় ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের ঈদ উপহার বিতরণ


শাহরাস্তি প্রতিনিধিঃ
উপজেলার গরিব, অসহায় মানুষের মাঝে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ইঞ্জিয়ার মোঃ সফিকুর রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু উপজেলার ১০টি ইউনিয়ন আর পৌরসভার ১২টি ওয়ার্ড আওয়ামীলীগের নেবৃন্দের মাধ্যমে ওই ঈদ উপহার তুলে দেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহদাৎ হোসেন সাধু, সুচিপাড়া দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম, ছাত্রলীগ সাবেক নেতা হুমায়ুন কবির হিরো, ফজলুল কাদের বাবু, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, জাকির হোসেন অন্তর, খন্দকার মনিরুজ্জামান, পৌর যুবলীগ সাবেক নেতা আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।