মোঃ জামাল হোসেন
শাহরাস্তি উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শনিবার মেহের স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫,শাহরাস্তি-হাজিগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু।
উপজেলা জাতীয় পার্টির সদস্য রমিজ উদ্দিন ভান্ডারীর সভাপতিতে  ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ শাহ জালালের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কেন্দ্রীয় কমিটির পেশাজীবি সমাজের যুগ্ম আহবায়ক জহির হোসেন টিপু, জেলা জাতীয় পার্টির সদস্য ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ কালু, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, উপজেলা যুব সংঘতির সভাপতি মোঃ হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ,  জাপা নেতা রুহুল আমিন, এস  এম ইবনে মালেকসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া  করা হয়।