মো.শাহ আলম ভূঁইয়াঃ
—————————————–
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহরাস্তি পৌর শাখার উদ্যোগে শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন আলোচনা সভা,বর্নাঢ্য র‍্যালি ও শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সোমবার(১লা মে) সকাল ৮ টায় ফেডারেশনের স্থানীয় কার্যালয়ে আলোচনা শেষে পৌরসভার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারে শ্রমিক শ্রেণি পেশার মানুষদের নিয়ে কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ঠাকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ  কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভা থেকে বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস- ২০২৩’ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন শ্রমিক কল্যান ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলেমেদ্বীন অধ্যাপক রুহুল আমিন ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ- সাধারণ সম্পাদক মাও. ইসমাঈল খান, শাহরাস্তি পৌর শ্রমিক কল্যাণের উপদেষ্টা বিশিষ্ট আলেমেদ্বীণ মাওলানা জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো.শাহ আলম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা আমান উল্যাহ,ছাত্রনেতা ইসলামি সংগীত শিল্পী মো.শরীফ হোসাইন প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শাহরাস্তি পৌর শাখার সভাপতি শেখ মিজানুর রহমান এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার  আনোয়ার হোসাইন,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর সহ- সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ।
আলোচনায় বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবস বিষয়ক আলোচনা পেশ, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম আইন নীতিমালা প্রনয়ণসহ সকল সুযোগ সুবিধা প্রদানে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য কর্মসূচি শেষে সকল শ্রেণির শ্রমিক ও মেহনতি মানুষের মাঝে ফেডারেশনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।