নওয়াপাড়া বাজারে অবৈধ দখলে ফুটপাত, উচ্ছেদ অভিযানে নেই কোন তৎপরতা মোঃ কামাল হোসেন
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলার শিল্প বানিজ্য নগর নওয়াপাড়া বাজারে ফুটপাতসহ বিভিন্ন রাস্তাগুলো অবৈধ দখলে চলে গেছে, উচ্ছেদ অভিযানের নেই কোন তৎপরতা। সরেজমিনে দেখা যায়, ছোট-বড় রাস্তার দু’ধারের ফুটপাত গুলো অবৈধ দখলে চলে গেছে। ফলে, পথচারীদের চলাচলে বিড়ম্বনায় পড়তে হয়। জানা গেছে, নওয়াপাড়া বাজারের খাদ্য গোডাউনের সামনে দিয়ে ভৈরব নদের পাড় পর্যন্ত সরকারি রাস্তা ১৩ ফুট চওড়া হলেও ঐ রাস্তাটি চলে গেছে অবৈধ দখলদারদের পেটে, ঐ রাস্তার উপরে গড়ে উঠেছে বহুতল ভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। অথচ দীর্ঘদিন ঐ রাস্তা সরকারের বেদখল থাকলেও উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ নেয়নি কোন পদক্ষেপ। ফলে, ঐ রাস্তাটি ক্রমে ছোট হয়ে ৪ ফুট চওড়াতে এসে দাড়িয়েছে, বাকি ৯ ফুট রাস্তার জমি প্রভাবশালী রাঘব বোয়ালদের দখলে চলে গেছে। অন্যদিকে, নওয়াপাড়া নূরবাগ থেকে হাসপাতালে যাওয়ার সড়কটির কথাতো বলার অপেক্ষা রাখেনা, সড়কের দু’পাশে অসংখ্য ফুটপাত দখলের কারণে পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে। নূরবাগ থেকে ক্লিনিক পাড়া পর্যন্ত সড়কের দু’পাশে অবৈধ দখলের কারণে সব সময় জ্যাম লেগে থাকলেও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে কার্যকরী কোন ভূমিকা দেখা যায়না। ফলে, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।জানা যায়, সড়কের দু’পাশে ভবন ও দোকান মালিকগণ মিলেমিশে ঐসব অবৈধ দখল দিতে সহযোগিতা করে থাকে। দোকান ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনে রাস্তার জায়গা ভাড়া দিয়ে অবৈধপন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে, সব দোকান ব্যবসায়ীদের সামনে রাস্তার উপরে দখলকারী ব্যবসায়ীদের দিনশেষে গুনতে হয় ২০০-৩০০ টাকা। বাজার ঘুরে দেখা যায়, দোকান ব্যবসায়ীদের দোকানের সামনে অসংখ্য ফল, কাঁচা সবজিসহ বিভিন্ন ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছে বেঁচা-বিক্রি, যে কারনে সব সময় ব্যস্ততম সড়কটিতে জ্যাম লেগে থাকায় ইমার্জেন্সি রোগী হাসপাতালে সঠিক সময়ে পৌছাতে পারেনা। অথচ সরকারি হাসপাতালে যাওয়ার ঐ রাস্তাটি সব সময় জ্যামমুক্ত থাকা উচিৎ। এবিষয়ে নূরবাগ-হাসপাতাল সড়ক দখল করে থাকা ফল বিক্রেতা মারুফ জানান, আমি এই জায়গায় ফল বিক্রি করি ভাড়া নিয়ে, দোকানদারকে প্রতিদিন ৩০০ টাকা ভাড়া দিতে হয়, তাই তার দোকানের সামনে ফল বিক্রি করি। এমন সকল ফুটপাত সড়ক দখলকারী ব্যবসায়ীরা একই কথা জানান। অন্যদিকে নূরবাগ স্বাধীনতা চত্বর রেলক্রসিং জুড়ে গড়ে উঠেছে অপরিকল্পিত ভ্যান, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল স্ট্যান্ড। ঐ সব ক্ষুদ্র যানবাহনের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের চলাচল করা দায় হয়ে পড়েছে, তাদের ভোগান্তির শেষ কোথায়? সচেতন মহল দ্রুত নূরবাগ- হাসপাতাল সড়কটি অবৈধ দখল উচ্ছেদ করে ঐ সড়কটি জ্যামমুক্ত করার জন্য উপজেলা প্রসাশনের আসু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যহত আছে, যদি কেউ সরকারি রাস্তা বা জমি অবৈধ দখল করে থাকে তাদের দ্রুতই উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।