তালাকের দু’ঘন্টা পরেই যুবতীর আত্মহত্যা
মোঃ জাহিদঃ চাদপুরে পরকীয়ায় পরকীয়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। আজ বুধবার সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাত্তলা উত্তর মিজি বাড়িতে ওই ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার জানায়, প্রায় ৮ মাস আগে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুল মিজির মেয়ে নিশাতের (১৮) সঙ্গে বড়ুরা উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাব্বির সামাজিকভাবে বিয়ে হয়। প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ১৪ জুন স্বামীকে ডিভোর্স দেয়। একই দিন নিশাত বাড়িতে বাবা ও মায়ের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন ও স্থানীয়রা জানান, নিশাত বিয়ের আগে জনৈক এক ছেলের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে। বিয়ের পরেও ওই ছেলের সঙ্গে গোপনে সম্পর্ক চালিয়ে যাওয়ায় স্বামী জানতে পারে। এতে স্বামীর সঙ্গে বেশ কয়েকবার পরকীয়ার সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে দুই দফা বসে নিষ্পত্তি হয়। নিষ্পত্তির পর প্রবাসী স্বামী কর্মক্ষেত্র প্রবাসে চলে যায়। স্বামীর প্রবাসে যাওয়ার সুযোগে নিশাত বাপের বাড়ি গিয়ে চট্টগ্রামের জনৈক প্রেমিকের সঙ্গে গিয়ে আত্মগোপনে থাকে। হঠাৎ এক সপ্তাহ পর নিশাত বাপের বাড়ি আসে। অন্যদিকে চট্টগ্রামের জনৈক প্রেমিক নিশাতের সঙ্গে রাত্রিযাপনের কিছু ছবি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এতে প্রবাসী স্বামী-স্ত্রীর এমন ছবি দেখে স্ত্রীকে ঘরে না তোলার সিদ্ধান্ত নেয়। নিশাত নিজেই আজ দুপুরে স্বামী রাব্বিকে ডিভোর্স দিয়ে বাড়িতে আসে। এরপর বাবা ও মায়ের অজান্তে সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়। শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।