শাহরাস্তিতে ৩ ডাকাত দলের সদস্যকে পুলিশ অস্ত্র গাড়ি সহ গ্রেপ্তার করে
মোঃ জাহিদঃ শাহরাস্তিতে ৩ ডাকাত দলের সদস্যকে পুলিশ অস্ত্র গাড়ি সহ গ্রেপ্তার করে। শুক্রবার রাত ৩.১৫ মিনিটে শাহরাস্তি উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকায় পুলিশ এ অভিযান চালায়। শাহরাস্তি থানা পুলিশ জানান,তখন এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ওই এলাকা উপস্থিত হলে ডাকাত ধরে সদস্য তাদের গাড়ি হতে লাফিয়ে দৌড়ে চার পাঁচ জন সদস্য পালিয়ে যায়। পরে পুলিশের শক্ত অভিযানে ডাকাত দলের ৩ সদস্য কে পিকআপ গাড়ি, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার কাটার, টচ লাইট, হেক্স ব্লেড, কয়েকটি শট প্রেন্ট ও মুখোস উদ্ধার করে।পুলিশের প্রাথমিক তদন্তে প্রতিয়মান তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ইতিপূর্বে এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, চাঁদপুর সদরে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, চাঁদপুর সদর থানার রহমতপুর কলোনী, আবু খানের ভাড়াটিয়া, মৃত বাচ্চুর পুত্র
মোঃ নাজমুল (২১),নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা মুসলিম নগর গ্রামের মোল্লা গার্মেন্টস সংলগ্ন জহিরের বাড়ীর ভাড়াটিয়া বাড়ি, মৃত ফজলুল করিম মিয়া পুত্র আনোয়ার হোসেন ফারুক(৪৩),চাঁদপুর সদর উপজেলার জি টি রোড চেয়ারম্যানঘাট, হোল্ডিং নং-০৬৫৭, ১৫ নং ওয়ার্ড মৃত দুলাল মাঝির পুত্র আব্দুর রহমান মাঝি ৪৭। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহীদ হোসেন জানান আটককৃতদের ব্যাপারে একটি নিয়মিত মামলা রুজ করা হয় যাহার নং . ১৩ তারিখ: ১৬/০৬/২০২৩।