স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছেন। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই এ্যাওয়ার্ড ২০২৩ মনোনীত করা হয়েছে।
আগামী ২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কচি -কাঁচার মেলা বাংলাদেশ ওয়েল অগ্রগামী মিডিয়া ভিষণের উদ্দ্যোগে ঢাকা সেগুনবাগিচা মিলনায়তনে মহিয়সী নারী মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এসএম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউল্লাহ খান।
এ বিষয়ে সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শাহারাস্তি- হাজীগঞ্জের গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের দিকনির্দেশনায় সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তদন্ত করে আমাকে প্রাথমিকভাবে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি (২০ জুলাই) এই এ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো।