শাহরাস্তিতে পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যেগে দুই মাদক ব্যাবসায়ী আটক
মোঃ জাহিদঃ কুখ্যাত মাধক মামালার আসামী ও চিচকে চোর রিফন ওরফে ডিব্বা রিপন ও শাহরাস্হী সরকারী হসপিটালের পশ্চিম উত্তর পাশে কুখ্যাত মাধকব্যবসায়ী মফিজ সহ দুইজনকে ৬৭ পিজ ইয়াবা টেবেলেট সহ এলাকার লোকজনের সহযোগিতায় হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিন।
এর আগেও একটি ঘরের জানালা দিয়ে মোবাইল চুরি করেন রিপন।
কাউন্সিলর নিজের উদ্যেগে রিপনের ঘর তল্লাশি করে চুরি হওয়া মোবাইল সহ বিভিন্ন চুরির মালামাল রিপনের ঘর থেকে উদ্ধার করেন। নানান প্রকার শাস্তির আওতায় আনার পরেও চিচকে চোর রিপন ও মাধক ব্যাবসায়ী মফিজের মাঝে কোনো প্রকার পরিবর্তন না হওয়াতে কাউন্সিলর জয়নালের সর্বোচ্চ সহোযোগিতায় পুলিশ প্রশাসন এবার রিপন ও মফিজকে ৬৭ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
চিছকে চোর রিপন ও মফিজের গ্রেপতারে এলাকাবাসী খুবই খুশি, কেউ কেউ বলছেন এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, এখন একটু শস্থির নিঃশ্বাষ নেওয়া যাবে,
এলাকাবাসী পুলিশ প্রশাসন ও কাউন্সিলরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রকাশ করেন।
১ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নান আবেদিনের সাথে
কথা বললে তিনি জানান,
এদের বিরুদ্ধে নানান অপকর্মের শালিস এর আগেও আকি করেছি, কিন্তু এদের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হয়নি, একের পর এক অপকর্মে জড়িত হওয়ার তথ্য আমার কানে আসে এবং আমি তাদেরকে প্রশাসনের হস্তক্ষেপে ধরে আইনের হাতে সোপর্দ করি,
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এলাকার জনগন আমাকে ভালোবেসে কাউন্সিলর নির্বাচিত করেছেন, তাদের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য।
ইনসা আল্লাহ যতদিন আমি জনপ্রতিনিধি হিসেবে থাকব আমার এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকান্ড হতে দিবনা, চোরের শাস্তি হবে ভয়ংকর, কোনো প্রকার মাধকসেবী, ও মাধক ব্যাবসায়ীর জায়গা আমার ওয়ার্ডে হবেনা।