নিখোঁজ সংবাদ
নিখোজ_সংবাদ
নাম:ওমর ফারুক
পিতা:সফিকুর রহমান
মাতা: হাজেরা বেগম
গ্রাম:খিতারপাড়
থানা:শাহরাস্তি
জেলা:চাদপুর
গত মঙ্গলবার 11/7/2023 সকাল 6:30am বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। 9:40am তার বউ সংঙ্গে এর পর 9:46am তার মেজো বোনের জামাই সঙ্গে কথা বলার কিছুক্ষন পর তার মোবাইল বন্ধ পাই।9:45am যখন শেষ কথা হয় তখন সে দাউদকান্দি ব্রিজ পার হয়েছিল। তার পর হতে আর খোজ পাওয়া যায়নি
আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব সকলের বাসায় খোঁজ করে তাকে না পাওয়া গেলে তার বাবা শাহরাস্তি থা’নায় সাধারণ ডায়রি করেছেন।
নাম মোঃ ওমর ফারুক, বয়স: 25 গায়ের রং ফর্সা, উচ্চতা 5ফুট 6ইঞ্চি,
কোন স্বহৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে শাহরাস্তি বা নিকটস্থ থা’নায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার।নতবা নিচের ওই 2টা নাম্বারে যোগাযোগ করবেন। সকলের প্রতি অনুরুধ থাকবে দয়া করে শেয়ার করে সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য।
ফোন: 01640436587(তার বোনের জামাই)
01731068721(বোনের জামাই)