স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ওসি মো: আবদুল মান্নানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে ।

বদলির কারণ ‘প্রশাসনিক’ বলে উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এটা ‘শাস্তিমূলক’ বদলি। তবে কী কারণে এমন ‘শাস্তি’ সেটা ওই সূত্র জানাতে চাননি।

মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে ওই আদেশে বলা হয়, ‘নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শককে উল্লেখিত জেলায় প্রশাসনিক কারণে বদলি করা হলো।’

মোঃ আবদুল মান্নান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

তিনি শাহরাস্তি, হাজীগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সিআইডির পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুই বছর শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ১২ ডিসেম্বর শাহরাস্তি থানা থেকে বদলি হয়ে ফরিদগঞ্জ থানায় ওসি হিসেবে যোগ দেন মো: আবদুল মান্নান। যোগদানের দুই মাস পর তিনি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন।

৮ মাসের মাথায় এবার তাকে ফরিদগঞ্জ ছাড়তে হচ্ছে।তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়।