শাহরাস্তিতে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সম্পন্ন
আহসান হাবিব পাটওয়ারীঃ
শাহরাস্তি উপজেলার দেবকরা মারগুবা ড. শহিদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল বাশার এর সভাপত্বিতে, পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম ও প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম নয়ন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব এড. ইলিয়াছ মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচথুবী আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আমিনুল ইসলাম (খোকন), দেবকরা মারগুবা ড. শহিদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আজমল হক, খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোতাহের হোসেন, শাহরাস্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা জনাব মোঃ আক্তার হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ এর সহ-সভাপতি খান মাসুম, সাধারণ সম্পাদক রবিন চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, সহ-প্রচার সম্পাদক যথাক্রমে মাইনুল ইসলাম রাজন, গোলাম সাইদী রাসেল, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মুরাদ হোসেনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ যে, উক্ত প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ টি একটি অরাজনৈতিক সংগঠন।
বিগত দিনে পরিষদ টি একজন হতদরিদ্রকে মোটর চালিত রিক্সা ক্রয়, ১জন হতদরিদ্রকে ঘর করার জন্য আর্থিক অনুদান, ৪জন কে শিক্ষা সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা ও ৭০ ব্যাগ রক্ত দান করেছেন।