জসিম উদ্দিনঃ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন ( ৫৮) মৃত্যু বরন করেছেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিক, হার্টের ব্লক সহ অন্যান্য রোগে অসুস্থ ছিলেন । রবিবার রাতে তিনি হঠাৎ করে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ওই সময় তার অবস্থার অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত দশ টা দশ মিনিটে পথিমধ্যে মৃত্যু বরন করেন।
এর পর সোমবার সকল দশ টায় কালিয়া পাড়াস্হ শুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এতে শাহারাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু,হাজিগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, শাহারাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান, শাহারাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ,সাবেক পৌর মেয় মোশাররফ হোসেন পাটোয়ারী, সকল কাউন্সিলর,গন বিভিন্ন স্তরের নেতা কর্মি উপস্থিত ছিলেন। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সহ বিভিন্ন সামাজিক দায়িত্বে ছিলেন।
এছাড়া পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমৃত্যু দায়িত্বে ছিলেন।
মরহুমের মৃত্যুতে শাহরাস্তিউপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।