ডেস্ক নিউজঃ  শাহরাস্তিতে আনন্দগন ও উৎসবমুখর পরিবেশে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রী শ্রী মেহার কালীবাড়ি মন্দিরে শুভ জন্মাষ্টমীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারন সম্পাদক অমৃত মজুমদার টুটন,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি ডা: কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, পূজা উদযাপন পরিষদের উওম চন্দ্র পাল, লিটন চন্দ্র দে, শম্ভু ঠাকুর, সুভাষ চন্দ্র দাস, আওয়ামিলীগ নেতা পিযুশ মজুমদার, আওয়ামীলীগ নেতা আলমগীর হায়দার, চাঁদপুর জেলা ছাএলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, প্রমুখ। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা ঢাক ঢোল পিটিয়ে নেচে – গেয়ে জন্মাষ্টমী উৎসব সম্পন্ন করেন।