অতৃপ্তি
৷৷৷৷ কবি মরিয়ম বেগম।

আজব এই দুনিয়ায়
কেউ আসে কেউ চলে যায়
কেউ হাসে কেউ কাঁদে
কেউ পায়
কেউবা সবকিছু হারায় ।।
এসব নিয়ে কেউ কিছু ভাবে না
ছুটছে তো ছুটছে
কিসের আশায় জানেনা।।
কেন আসি কেনই বা চলে যাই
কেনই পাই কেন খাই
কেন কারো আছে সব
আবার কারো নাই কিছুই ।।
কোথায় আছি কোথায় যাব
কি আছে কি পাবো
হিংসা-বিদ্বেষ লোভ ভুলে যাই
হাসিয়ার গানে পৃথিবীটাকে সাজাই ।