অতৃপ্তি

আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৩ | ৩:৩৪
83 ভিউ


অতৃপ্তি
৷৷৷৷ কবি মরিয়ম বেগম।আজব এই দুনিয়ায়
কেউ আসে কেউ চলে যায়
কেউ হাসে কেউ কাঁদে
কেউ পায়
কেউবা সবকিছু হারায় ।।
এসব নিয়ে কেউ কিছু ভাবে না
ছুটছে তো ছুটছে
কিসের আশায় জানেনা।।
কেন আসি কেনই বা চলে যাই
কেনই পাই কেন খাই
কেন কারো আছে সব
আবার কারো নাই কিছুই ।।
কোথায় আছি কোথায় যাব
কি আছে কি পাবো
হিংসা-বিদ্বেষ লোভ ভুলে যাই
হাসিয়ার গানে পৃথিবীটাকে সাজাই ।
সর্বশেষ সংবাদ

ভোরের কাগজ খোলা ও ন্যায্য পাওনা আদায়ের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
জানুয়ারি ৩০, ২০২৫, ১১:৪৩
৯ নং গোবিন্দপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন তৈরিতে সিসিডিএ কর্তৃক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
অক্টোবর ২২, ২০২৪, ৪:২৪