শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মরিয়ম বেগম


মো: জাহিদ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনিত হয়েছেন শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম বেগম।
শাহরাস্তি উপজেলার পরীক্ষা ও যাচাই-বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক, কাব কার্যক্রম, হলদে পাখির দল,ডিবেটিং ক্লাব গঠন, পরিবেশ ক্লাব কার্যক্রম, স্পোকেন ইংলিশ ক্লাস, সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সক্রিয় অংশগ্রহন।
এছাড়াও শিক্ষা মেলা,উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই সহকারি শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
চেড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া আক্তার বলেন, মরিয়ম বেগম আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।
ওই ক্লাস্টারে দায়িত্বে থাকা সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা বলেন, আমি যতদিন ভিজিটে গিয়েছি উনাকে শ্রেণিকক্ষে পাঠটিকা ও উপকরণসহ পাঠদানরত অবস্থায় পেয়েছি। তাছাড়া শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক,খেলাধূলাসহ বিভিন্ন আয়োজনে জেলা ও বিভাগীয় পর্যায়ে উনাকে দায়িত্ব পালনে সক্রিয় থাকতে দেখেছি। আমি খুব আনন্দিত যে,আমার ক্লাস্টার থেকে আমার নির্বাচিত শিক্ষিকা উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন।
শাহরাস্তি উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ভুঁইয়া জানান, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।