বিশেষ প্রতিনিধিঃ গতকাল আবারো শাহরাস্তি উপজেলার সাহেব বাজারে বিকাশ এজেন্টের দোকানে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় ধরা পড়েন আলোচিত বিকাশ প্রতারক সীমান্ত পাটোয়ারী । সে কাজির কামতা ১ নং ওয়ার্ড শাহারাস্তি পৌরসভার বাসিন্দা   লাভলু পাটোয়ারীর ছেলে এবং  দাদা জহিরুল হক পাটোয়ারী। জানা যায়,এই বিকাশ প্রতারক সাহেব বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এর দোকান থেকে তার মায়ের মোবাইল নাম্বারে ১০,০০০ টাকা এবং আরেকটি মোবাইল নাম্বারে ৫,০০০ মোট১৫০০০ টাকা সুকৌশলে আত্মসাৎ করার চেষ্টা করলে দোকানদার বিষয়টি টের পেয়ে তাকে আটক করার চেষ্টা করে। তখন সে মোটরসাইকেল এবং হেলমেট সহ দোকানের সামনে রেখে পালিয়ে যায়।বিষয়টি ভুক্তভোগী জাহাংগীর মিয়া বাজারের গন্যমান্য লোকজনকে ও পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরবর্তীতে প্রতারক সীমান্ত”র মা এসে আত্মসাৎকৃত ১০ হাজার টাকা পুলিশের উপস্থিতিতে ফেরত দেয় এবং বাকি ৫ হাজার টাকা এখনো উদ্ধার হয়নি এমত অবস্থায় পুলিশ মোটরসাইকেল এবং হেলমেট থানা নিয়ে যায়।