শাহরাস্তির আয়নাতলী বাজারে নিউ ভি.আই.পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।
ডেস্ক নিউজ: শাহরাস্তির আয়নাতলী বাজারে নিউ ভি.আই.পি ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী উত্তর বাজারে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সার্জন ডাঃ মীর মুহাম্মদ শফিউল্লাহ্। ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক ইকবাল হোসেন বিএসসির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ডিজিএম মোঃ মোবারক হোসেন খাঁন,সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আবুল কালাম, ইউপি চেয়ারম্যান জোবায়েদুর কবির বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক হাজী মো: আনোয়ার হোসেন মাষ্টার ,ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোক্তা পরিচালক ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সাইফুল ইসলাম মোল্লা, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো : মাসুদ রানা, উদ্যোক্তা পরিচালক ও পল্লী চিকিৎসক ডাঃ মীর মো. শাহজাহান।আমন্ত্রিত ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ডাঃ মো.রবিউল ইসলাম সাকিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ জোহরা জাহান জুই, আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সমাজ সেবক গোফরান হোসেন পাটওয়ারী , মিডওয়াইফ আফসারি আক্তার, উর্মিলা রানী রায়, পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলম,জীবন চন্দ্র মজুমদার, ঔষধ ব্যবসায়ী মো. মিলন হোসেন,স্থানীয় বাসিন্দা কিরন পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম্য ডাক্তার, ঔষধ বিক্রয় প্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।