শাহরাস্তি মডেল থানার নবাগত (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন


নোমান হোসেন আখন্দ: শাহরাস্তি মডেল থানার নবাগত
অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মোহাম্মদ আলমগীর
হোসেন যোগদান করেছেন। গত ১০ ই অক্টোবর মঙ্গলবার
তিনি শাহরাস্তি থানায় যোগদান করেন।এর পূর্বে তিনি
কুমিল্লা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) হিসেবে
দায়িত্ব পালন করেন। শাহরাস্তি মডেল থানার নবাগত (ওসি)
মোহাম্মদ আলমগীর হোসেন ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ
বাহিনীতে যোগদান করেন। চাকুরীতে যোগদান কালীন
সময়ে তিনি কুমিল্লা জেলা পুলিশে অত্যান্ত সুনাম ও
দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি
অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পাঁচলাইশ মডেল
থানা, দাউদকান্দি মডেল থানা ও ফেনী মডেল থানায় কর্মরত
ছিলেন। তার বাড়ী লক্ষীপুর জেলা সদরে। তিনি সবার আন্তরিক
সহযোগিতা ও দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তিনি
শাহরাস্তি মডেল থানার সাবেক (ওসি) মোহাম্মদ শহীদ
হোসেন এর স্থলাবিসিক্ত হলেন। (ওসি ) মোহাম্মদ শহীদ
হোসেন কুমিল্লা হাইওয়ে পুলিশে যোগদান করবেন বলে
জানিয়েছেন।