ডেস্ক নিউজ: শাহরাস্তিতে  ছিখটিয়া-ব্রীজ হতে সুচীপাড়া ব্রীজ পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ে  জনসাধারণের জন্য উন্মুক্তকরণ করা হয়েছে। শনিবার  বিকেলে  (বিআইডব্লিউটিএ)  প্রকল্পের আয়োজনে শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁও  মহল্লায়  সুচীপাড়া  ব্রীজের পশ্চিম পার্শ্বে শুভ উদ্বোধন করা হয়। বিআইডব্লিউটিএ উপ পরিচালক মোবারক হোসেনের সঞ্চালনায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.  মোস্তফা কামাল। প্রকল্প পরিচালক পিডি মোহাম্মদ আমজাদ হোসেন, এবি এম মুসা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি  রোটা: কাজী শাহাদাত হোসেন , চাঁদপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ , শাহরাস্তি পৌরসভার মেয়র  হাজী  আব্দুল  লতিফ , হাজীগন্জ পৌরসভার  মেয়র আ ফ ম মাহবুব আলম লিপন,শাহরাস্তি  মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মো.  আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব অরুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জেড এম আনোয়ার হোসেন,চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.  ইলিয়াস মিন্টু,সাংসদের  সফর সঙ্গী মশিউর রহমান শাহিন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলম চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু সালেহ,গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা  নিমাই চন্দ্র পাল। এছাড়া রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্টজন,বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী,  প্রশাসনের বিভিন্ন স্তরের  কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।