মোঃ জাহিদঃ  
অদ্য ১৭/১১/২০২৩ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/মোঃ রোকন উদ্দিন, এসআই (নিঃ)/মোঃ মহসীন ভূঁইয়া, এএসআই (নিঃ)/মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া  নারী শিশু মামলা নং-২৬৯/২০২৩ ধারা-১১(গ)/৩০ এর আসামী ১। মোঃ মাহাবুব আলম, পিতা-আঃ রব পাটওয়ারী, ২। আঃ রব, পিতা-মোহাম্মদ মিয়া, ৩। হাসিনা বেগম, স্বামী-মোঃ আঃ রব, সর্ব সাং-আয়নাতলী, পোঃ আয়নাতলী, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুগণকে আয়নাতলী এলাকা হইতে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক তল্লাশী করিয়া থানা হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আসামীগণকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।